নোয়াখালীতে আনসার সদস্যদের ছুরিকাঘাতকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:১৭ পিএম, ৩০ অক্টোবর ২০২১

নোয়াখালী জেনারেল হাসপাতালে দুই আনসার সদস্যকে ছুরিকাঘাতের প্রধান আসামি মাহফুজুর রহমান খানকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া বাজারের সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহফুজুর রহমান খান নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের মো. কুদ্দুছ খানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ (সিসিপি ২) কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, নোয়াখালী সদর হাসপাতালের কর্তব্যরত দুই আনসার সদস্যদকে ছুরিকাঘাতকারীকে র‌্যাব-১১ এর সিসিপি ২ ও ৩ বিশেষ অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামিকে সুধারাম মডেল থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।