ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৫৬ নেতাকর্মীর পদত্যাগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ৩০ অক্টোবর ২০২১

যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে ভোলা পৌরসভা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণার অভিযোগে ৫৬ জন নেতাকর্মী পদত্যাগের কথা জানিয়েছেন।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা পদত্যাগের ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. মুনতাসির আলম রবিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র থেকে ভোলা সদর উপজেলা ও ভোলা পৌরসভার ৩১ সদস্য বিশিষ্ট দুটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি বিভাগীয় একজন নেতার কথায় কমিটিতে যোগ্য, ত্যাগী ও রাজপথে আন্দোলনকারীদের বঞ্চিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী তৃণমূলের কোনো কমিটি ঘোষণা করতে হলে জেলা কমিটির মতামত নিতে হয়। কিন্তু ওই কমিটি গঠনে জেলা কমিটির মতামত নেওয়া হয়নি। কেন্দ্রে বায়োডাটাও পাঠায়নি। এছাড়া কমিটির অনুমোদনে দলের সভাপতি-সম্পাদকের স্বাক্ষর থাকার নিয়ম থাকলেও এ কমিটি অনুমোদন দিয়েছেন দলের সহ-দপ্তর সম্পাদক।

তিনি আরও বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের ২৮ জন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১৮ জন, ও পৌর স্বেচ্ছাসেবক দলের ১০ জন পদত্যাগ ঘোষণা করেছি। একই সঙ্গে সদ্য ঘোষিত কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনরায় নতুন কমিটি গঠনের দাবি জানাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. জাকির হোসেন, মো. হাফিজুর রহমান তসলিম, লুকু চৌধুরী, মীর মোস্তাফিজুর রহমান রনি, আল আমিন মিঝি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, মো. কামাল হোসেন প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।