গাজীপুরে দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ৩০ অক্টোবর ২০২১

গাজীপুর সদর উপজেলার নয়নপুরে দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গনে বইমেলার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত চৌধুরী।

বইমেলায় কবিতা আবৃত্তি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাযযাদ কাদির স্মৃতি পুরস্কার প্রদান ছাড়াও আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বইমেলায় অংশ নেয় ১৫টি স্টল।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকরের সঞ্চালনায় ‘সাম্প্রদায়িকতা প্রতিরোধে কবিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত চৌধুরী, কবি হাসিদা মুন ও কবি অধ্যাপক ডা. হাফিজ উদ্দিন আহমেদ।

২০১৫ সাল থেকে উপজেলার নয়নপুরে এ বইমেলার আয়োজন হয়ে আসছে।

মো. আমিনুল ইসলাম/ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।