ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর আগেই লাশ হতে হলো কণাকে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০১ নভেম্বর ২০২১

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী এলাকায় মহাসড়কের ওপর বাস উল্টে এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন।

সোমবার (১ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন।

নিহত কণা (২০) জেলার শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। এ ঘটনায় অপর নিহতের ঠিকানা এখনও জানা যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর আগেই লাশ হতে হলো কণাকে

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বাসের অন্যান্য যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহনের বাসটি বেপরোয়াভাবে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের মেম্বারবাড়ী এলাকায় বাসটি পৌঁছালে সামনের দিকের অপর বাসটিকে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী কণা ও অজ্ঞাত পথচারী নিহত হয়। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।