রাজাপুরে হত্যাসহ একাধিক মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ০২ নভেম্বর ২০২১
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি ও মাদক কারবারি মো. সাগর হাওলাদারের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার নলবুনিয়া এলাকায় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাগর ওই এলাকার মো. রতন হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়রা সাগরকে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুঁলতে দেখে থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে হত্যাসহ পুলিশের ওপর হামলা ও মাদকের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আতিকুর রহমান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।