মাদারীপুরে আ’লীগ-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০২ নভেম্বর ২০২১

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসার উপজেলায় আ.লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাসার ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী সবুজের কর্মীরা কোমলাপুর বাজারে প্রচার-প্রচারণা করতে যান। এ সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. রেজাউল করিম ভাসাইয়ের সমর্থকরাও তাদের দেখাদেখি নৌকার প্রচারণা শুরু করেন।

এ সময় উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন মেজবাউল সেন্টু কাজী (৪৫), সুজল মাতুব্বর (৪৫), রেজাউল (৪০) ও আসাদ মাতুব্বরসহ (৪০) পাঁচজন।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর বাড়ির পাশ থেকে ৩০টি ঢাল, ৪০টি সুরকি ও ছয়টি কাঁতা জব্দ করা হয়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী সবুজ বলেন, আমার কর্মীর প্রচারকাজে গেলে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বিনা কারণে হামলা চালিয়েছে। এ সময় ভাসাইয়ের বাড়ি থেকে দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ।

আওয়ামী লীগ প্রার্থী মো. রেজাউল করিম ভাসাই বলেন, আমার বাড়ি এবং সবুজ চেয়ারম্যানের বাড়ির পাশ থেকে এসব দেশীয় জব্দ করে পুলিশ।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, উভয় পক্ষই মারামারি করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

এ কে এম নাসিরুল হক/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।