নওগাঁয় সাংবাদিকদের ওপর হামলাকারী রিপ্রেজেনটেটিভদের গ্রেফতার দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০৩ নভেম্বর ২০২১

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুই সাংবাদিককে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ওষুধ কোম্পানির প্রতিনিধিদের গ্রেফতার এবং অনিয়মতান্ত্রিকভাবে হাসপাতাল চত্বরে তাদের প্রবেশ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্বারকলিপি দেওয়া হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) বেলা ১১টায় হাসপাতাল চত্বরে জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

লাঞ্ছনার শিকার দুই সাংবাদিক হলেন- বৈশাখী টেলিভিশনের সংবাদদাতা এবাদুল হক ও বণিক বার্তা প্রতিনিধি আরমান হোসেন রুমন।

মানববন্ধনে জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক বাংলা টিভির জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন ও নিউজ বাংলার জেলা প্রতিনিধি রিফাত হোসেন সবুজ, সদস্য হাবিবুর রহমান হাবিব, খোরশেদ আলম রাজু, মেহেদী হাসান অন্তর প্রমুখ বক্তব্য রাখেন।

jagonews24

বক্তারা বলেন, হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকদের কক্ষে রিপ্রেজেনটেটিভরা অবস্থান নিয়ে তাদের কোম্পানির ওষুধ চিকিৎসককে দিয়ে লেখান। যা পুরোপুরি অবৈধ। রিপ্রেজেনটেটিভ-চিকিৎসকদের সেই চিত্র ধারণ করতে গিয়ে- দুই সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। হামলাকারী রিপ্রেজেনটেটিভরা বিষয়টি নিয়ে এখনো তাদের হুমকি-ধমকি অব্যাহত রেখেছেন। এতে ওই দুই সাংবাদিক চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসময় অভিযুক্ত শফিকসহ হামলাকারী ওষুধ কোম্পানির প্রতিনিধিদের (রিপ্রেজেনটেটিভ) অবিলম্বে গ্রেফতারের দাবি জানান গণমাধ্যমকর্মীরা। একইসঙ্গে হাসপাতাল চত্বরে রিপ্রেজেনটেটিভদের অনিয়মতান্ত্রিক প্রবেশ বন্ধের দাবি জানান।

এসময় অন্যদের মধ্যে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি একে সাজু, এশিয়ান টেলিভিশন ও সময়ের আলোর জেলা প্রতিনিধি লোকমান আলী, বিজনেস স্ট্যান্ডার্ডের জেলা প্রতিনিধি আব্বাস আলী, আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি অনিন্দ্য তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সাংবাদিকদের ওপর হামলাকারী রিপ্রেজেনটেটিভদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মুক্তার হোসেনকে স্মারকলিপি দেন সাংবাদিক ইউনিয়নের নেতারা।

আব্বাস আলী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।