বস্তাবন্দি মৃত কবুতর উদ্ধারের ঘটনা তদন্তে পুলিশ
বরগুনার আমতলীতে বস্তাবন্দি ৩৬টি মৃত কবুতর উদ্ধারের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসী আল মামুনের স্ত্রী আমেনা খাতুন। বুধবার (৩ নভেম্বর) সকালে আমতলী থানায় এ অভিযোগ দেন তিনি।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুর রহমান।
তিনি বলেন, বিষয়টি হৃদয়বিদারক। থানায় লিখিতভাবে অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ দিয়েছেন কবুতরের মালিক। পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা যে কোনোভাবেই অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনবো।
আমেনা খাতুন জানান, উপজেলার চাওড়া ইউনিয়নের চলাভাংগা গ্রামে নিজ বসতঘরের ছাদে সাত প্রজাতির দেশি-বিদেশি কবুতর পালন করতেন তিনি। এক সময় শখের বসে কবুতর পালন করা শুরু করলে দিন দিন সংখ্যা বাড়তে থাকে। এরপর বাণিজ্যিকভাবে ১০০ জোড়া কবুতর পালন শুরু করেন। ২৯ সেপ্টেম্বর সকালে খাবার দিতে গিয়ে দেখেন কবুতরের ঘরের তালা ভাঙা। ভেতরে কোনো কবুতর নেই। এরপর কবুতর খোঁজা শুরু করেন আমেনা। সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে একটি বস্তা ভাসতে দেখলে সন্দেহ হয় তার। এ সময় প্রতিবেশীদের সহায়তায় বস্তা পুকুর থেকে উঠিয়ে খুলে ৩৬টি কবুতর মৃত অবস্থায় দেখতে পান।
আমেনা খাতুন বলেন, আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কবুতরগুলো আমি আমার সন্তানের মতো করেই পালন করতাম। কবুতরগুলো চুরি করে নিয়ে গেলেও কষ্ট পেতাম না। তবে হত্যা করার কারণে বুক ফেটে যাচ্ছে। আমি থানায় অভিযোগ করেছি। কবুতর হত্যার বিচার চাই।
অভিযোগের তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন জাগো নিউজকে বলেন, কবুতর চুরি ও হত্যার বিষয়টি তদন্ত করছি। নিজের যোগ্যতার সর্বোচ্চটুকুই প্রয়োগ করবো। এমন জঘন্যতম অপরাধীদের ধরতে কাজ করে যাচ্ছি।
এসজে/জেআইএম