পানির বোতলে মদ ভরে শপিংব্যাগে ফেরি করে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৩ নভেম্বর ২০২১

বগুড়ার আদমদীঘিতে পাঁচ লিটার দেশীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন-নওগাঁ সদর উপজেলার খাগড়কুড়ি গ্রামের মৃত জামিল সরদারের ছেলে সুমন সরদার (৩৩), শিমুলিয়া মণ্ডলপাড়ার মৃত মহির সরদারের ছেলে মুকুল সরদার (৪৮) ও উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার মৃত অশোক রায়ের ছেলে কার্তিক রায় (৪২)।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৯টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইউসুফপুর গ্রামের নাহিদের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এসময় দেশীয় চোলাই মদ কেনাবেচার সময় তিনজনকে আটক করা হয়। তারা লাল রঙের শপিংব্যাগের মধ্যে পানির বোতলে ফেরি করে মদ বিক্রি করছিলেন। এসময় পাঁচ লিটার মদ উদ্ধার করা হয়। পরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।