বেনাপোলে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০৪:০৯ এএম, ০৪ নভেম্বর ২০২১

যশোরের বেনাপোল চেকপোস্টে ভারত ফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস বিভিন্ন পণ্য পেয়েছে বেনাপোল কাস্টমস সদস্যরা।

বুধবার (৩ নভেম্বর) বিকেলে চেকপোস্ট এলাকা থেকে বিএসটিআই শর্তযুক্ত ভারতীয় এসব পণ্য জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, ভারত ফেরত এক পাসপোর্ট যাত্রী বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য নিয়ে চেকপোস্ট ইমিগ্রেশনে অবস্থান করছে- এমন খবরে, নজরদারি বাড়ানো হয়। এসময় সন্দেহজনক ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিভিন্ন প্রকার কসমেটিক, চকলেট, সাবানসহ ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

এসব পণ্যগুলো বিএসটিআই অন্তর্ভুক্ত পণ্য। জব্দকৃত পণ্যগুলো বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এবং এ বিষয়ে একটি বিভাগীয় মামলা হয়েছে বলে জানান তিনি।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।