বেনাপোলে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০৪:৫৭ এএম, ০৪ নভেম্বর ২০২১

যশোরের বেনাপোলে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ সুরুজ মিয়া (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৩ নভেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুরুজ ওই গ্রামের গোলাম আলীর ছেলে।

যশোর র‌্যাব জানায়, অস্ত্র বেচাকেনার গোপন খবরে, গয়ড়া গ্রামে অভিযান চালিয়ে পিস্তল-গুলি ও ম্যাগজিনসহ তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ হোসেন জানান, অস্ত্রসহ গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার সকালে যশোর আদালতে পাঠানো হবে।

জামাল হোসেন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।