ঘর নির্মাণকে কেন্দ্র করে ছেলের সঙ্গে হাতাহাতি, প্রাণ গেলো বাবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০৪ নভেম্বর ২০২১
ফাইল ছবি

বগুড়ার গাবতলী উপজেলায় ঘর তোলাকে কেন্দ্র করে বাবা-ছেলের বাগবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে বাবা তারাজুল ইসলামের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে তারাজুল ইসলাম (৫৫) ছেলের কাছ থেকে আলাদা থাকতে বসতভিটায় ঘর নির্মাণ করছিলেন। কিন্তু ছেলে টুকু মিয়া (৩২) তাকে বাধা দেন। বাবা-ছেলের বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় তারাজুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জামিরুল ইসলাম বলেন, বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে বাবার আকস্মিক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইউএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।