বরগুনার সব রুটে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:৩০ এএম, ০৫ নভেম্বর ২০২১

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বরগুনার সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে যাত্রীবাহী সব ধরনের যান বন্ধ থাকায় জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, সরকার বাস মালিক শ্রমিকদের কথা চিন্তা না করেই প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বাড়িয়েছে। কিন্তু বাস মালিকরা যদি ৫ টাকাও ভাড়া বাড়ান তাহলে সেটা ফলাও করে প্রচার হয়। যাত্রীরা আন্দোলনেও নামেন।

jagonews24

তিনি আরও বলেন, বাস চালাতে গেলে রাস্তার খরচ, ড্রাইভার-হেলপার বেতনসহ খাতে খরচ হয়। এরমধ্যে তেলের দাম লিটারে ১৫ টাকা বেশি। জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে না আনলে অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এর আগে বুধবার রাত থেকে লিটারে ১৫ টাকা করে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার। ফলে জ্বালানি তেলের নতুন দাম হচ্ছে লিটার প্রতি ৮০ টাকা। যা এতদিন ৬৫ টাকা ছিল।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।