আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০৫ নভেম্বর ২০২১

মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান মিলন সরদার বাড়িঘরে হামলা ও তাকে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাহীদ পারভেজের বিরুদ্ধে।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তিনি কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেলসহ পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন।

হাফিজুর রহমান মিলন সরদার বলেন, ‘সাহীদ পারভেজ তার কর্মী-সমর্থক নিয়ে গত ২৮ অক্টোবর হত্যার উদ্দেশে আমার বাড়িঘরে হামলা চালিয়ে ১০টি মোটরসাইকেল, একটি প্রাইভেটকারসহ কোটি টাকার ক্ষতিসাধন করে। আমি অবরুদ্ধ থাকায় আমার ভাইকে কালকিনি থানায় মামলা করতে বলি। কিন্তু সেখানে তাকে বাধা দেওয়া হয়। পরে আমি আদালতে মামলা করি। এখনও বাড়িতে অবরুদ্ধ রয়েছি। পুলিশ প্রশাসন আমাকে কোনো সহযোগিতা করছে না।’

তিনি বলেন, ‘আমার বাড়িতে হামলার ঘটনাকে মিথ্যা প্রমাণ করতে সাহীদ পারভেজের লোকজনেরাই এলাকার একটি মুক্তিযোদ্ধা সংসদের ঘর ভাঙচুর করেন।’

তিনি আরও বলেন, ‘কালকিনি থানার ওসি আমার কোনো অভিযোগ শোনেন না। এমতাবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে না। তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আশা করছি।’

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাহীদ পারভেজ বলেন, ‘দীর্ঘদিন মিলন সরদারের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে আলীনগরবাসী ঐক্যবদ্ধ হয়েছে। এটা দেখে তার কর্মীরা আমার নির্বাচনী ক্যাম্পের নৌকা প্রতীক ভাঙচুর করেছে। তার সঙ্গে জনগণ নেই। যে কারণে আমার জয়ের সম্ভবনা দেখে সে কুৎসা রটাচ্ছে। আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।’

অভিযোগের বিষয়ে জানতে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেলকে একাধিকবার ফোনকল করেও তাকে পাওয়া যায়নি।

তবে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) চাইলাউ মারমা বলেন, ‘তার (হাফিজুর রহমান মিলন সরদার) বাড়িতে ভাঙচুরের ঘটনায় মামলা করতে বলেছি। কিন্তু তিনি থানায় মামলা করেননি। আদালতে করেছেন। পুলিশ কোনো অবস্থায়ই পক্ষপাতিত্ব করে না, আগামীতেও করবে না। তারপরেও তার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে করতে পারে, আমরা তা খতিয়ে দেখবো।’

এ কে এম নাসিরুল হক/ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।