স্ত্রীকে ফিরে পেতে ফেসবুকে স্বামীর পোস্ট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৬ নভেম্বর ২০২১

বরগুনায় নিখোঁজ স্ত্রীকে ফিরে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন সোহাগ খান (৩০) নামের এক যুবক। সেই পোস্টটি রাতারাতি ভাইরাল হয়ে যায়।

শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০টায় ওই যুবক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্টটি করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১০ সালে বরগুনার বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামের সালাম খানের ছেলে সোহাগ খানের সঙ্গে বিয়ে হয় একই ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের হানিফ আকনের মেয়ে সোনিয়া আক্তারের। ভালোই কাটছিল তাদের সংসার। দুজনে মিলেই তাদের দোকান চালাতেন।

এর মধ্যে প্রতিবেশী আবু বকর সিদ্দিক (৩০) নামে এক যুবকের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে সোনিয়ার। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হতে থাকে। দুই সন্তানকে রেখে ৩ নভেম্বর দুপুর ১টার দিকে সিদ্দিকের সঙ্গে পালিয়ে যান সোনিয়া। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান মেলেনি।

এদিকে সোনিয়াকে কোথাও না পেয়ে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে শুক্রবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেন সোহাগ। পোস্টের এক জায়গায় সোহাগ লেখেন, ‘আমার কথা না ভেবে আমাদের সন্তানদের কথা ভেবে ফিরে এসো।’

এর কিছুক্ষণ পর পোস্টটি ভাইরাল হয়ে যায়। রাতারাতি বাড়তে থাকে শেয়ার ও কমেন্ট।

এ বিষয়ে জানতে চাইলে সোহাগ খান বলেন, ‘আমি আমার স্ত্রী সোনিয়াকে খুব ভালোবাসি। বিয়ের পর থেকে কখনই তাকে ছাড়া থাকিনি। আমাদের মধ্যে খুব মিল ছিল, কখনো কোনো ঝগড়া হয়নি। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওদের মুখের দিকে তাকাতে পারি না। যেভাবেই হোক সোনিয়াকে ফিরে পেতে চাই আমি।’

সোহাগ আরও বলেন, ‘আমি এ বিষয়ে শুক্রবার বরগুনা থানায় মামলা করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ আমার মামলা নেয়নি। তাই রোববার বরগুনার আদালতে গিয়ে মামলা করবো।’

মামলা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, কাবিননামা ও প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় তাকে আমরা কাবিননামা নিয়ে আসতে বলেছি। এখানে মামলা না নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।