মাদারীপুরে আ’লীগ-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০
মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন জমাদ্দার ও স্বতন্ত্র প্রার্থী নুরমোহাম্মদ মোল্লার সমর্থকরা তালতলা বাজারে একই স্থানে নির্বাচনী সভার আয়োজন করে। এতে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাঈম জমাদার (২৭), ফাইজুল ইসলাম (৩২), বি.এম জুবায়ের (২৬) ও সিয়ান মাহমুদ (৩০) ও আবু তাহের খানসহ (৪৫) উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন জমাদ্দার বলেন, নৌকার জোয়ার দেখে বিনা কারণে আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থী নুরমোহাম্মদের লোকজন। এসময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে। আমি এ হামলার বিচার চাই।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরমোহাম্মদ মোল্লা বলেন, জাকির হোসেনের সমর্থকরাই আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে। জাকির জনসমর্থনহীন হওয়ায় এ ঘটনা ঘটিয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
এ কে এম নাসিরুল হক/ইউএইচ/জেআইএম