কলাপাড়ায় ৩০ মণ জাটকা জব্দ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ৩০ মণ জাটকা জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড। তবে, এসময় কাউকে আটক করা যায়নি।
শনিবার (৬ নভেম্বর) রাত ১০টায় শেখ জামাল সেতুর টোল পয়েন্টে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, রাত নয়টার দিকে জাটকাভর্তি একটি ট্রাক মহিপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক থেকে ৩০ মণ জাটকা উদ্ধার করা হয়। জব্দ করা মাছগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে রাতেই বিভিন্ন এতিমখানা, মাদরাসাছাত্র ও অসহায় গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।
ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এসময় কেউ জাটকা ধরা, বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
এ ব্যাপারে নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্টাল কমান্ডার এম জমির হোসেন জানান, আজকে আমরা ৩০ মণ জাটকা জব্দ করেছি। কোস্টগার্ডের জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাটকা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এম জমির।
আসাদুজ্জামান মিরাজ/এমএএইচ/