মাছ ধরার নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৭ নভেম্বর ২০২১

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ রয়েছেন।

শনিবার (৬ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. নুরুজ্জামান (৫০) ও তার ছেলে নুর উদ্দিন (২৮) ওই ইউনিয়নের জাজিরা গ্রামের বাসিন্দা।

নিখোঁজের স্বজনরা জানান, নুর উদ্দিন শখ করে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যান। কিন্তু তিনি সাঁতার জানেন না। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানা ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুইজনই নিখোঁজ হয়েছেন।

নুরুজ্জামানের ভাগ্নে মো. জিল্লাল হোসেন জানান, রাতে তারা নদীতে মাছ ধরছিলেন। এ সময় তাদের নৌকাটি পল্টুনের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। নৌকার অন্য চারজন উঠে আসতে পারলেও বাবা-ছেলে আসতে পারেননি।

চরফলকন ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল দেওয়ান বলেন, নদীতে ডুবে বাবা-ছেলে নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা চেষ্টা করেও তাদের খুঁজে পাচ্ছেন না। তাদের উদ্ধারের চেষ্টা এখনও অব্যাহত রয়েছে।

কাজল কায়েস/ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।