ভবনের নিচে বোমাসদৃশ বস্তু রেখে চাঁদা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৭ নভেম্বর ২০২১
প্রতীকী ছবি

মাদারীপুরে নির্মাণাধীন ভবনের নিচে বোমাসদৃশ বস্তু রেখে মালিকের কাছে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা।

রোববার (৭ নভেম্বর) সকাল থেকে শহরের বটতলা এলাকার ওই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার চারতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করছেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল। নির্মাণাধীন ভবনের নিচ তলার একটি কক্ষে বোমাসদৃশ বস্তু রেখে মোবাইলে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। বাড়ির মালিক বিষয়টি জানালে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, মাদারীপুর র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোহাম্মাদ সাদেকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, নির্মাণাধীন ভবনের নিচ তলার একটি কক্ষে কে বা কারা বোমাসদৃশ বস্তু রেখে বাড়ির মালিকের কাছে টাকা দাবি করে। ঢাকায় বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঢাকা থেকে রওনা দিয়েছেন।

একে এম নাসিরুল হক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।