অবশেষে শুরু হলো আমানত শাহ ফেরি উদ্ধার কাজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:১১ পিএম, ০৮ নভেম্বর ২০২১
ফাইল ছবি

অবশেষে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে কাত হয়ে যাওয়া আমানত শাহ ফেরি উদ্ধারে কাজ শুরু হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে জেনুইন এন্টারপ্রাইজের পাঁচটি উদ্ধারকারী যান ফেরিটি উদ্ধারে কাজ করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুল রহমান জানান, ডুবে যাওয়া রোরো ফেরি আমানত শাহ উদ্ধারে শুরু হয়েছে। এর আগে প্রতিষ্ঠানের ডুবুরি দল ফেরির ভেতর দিয়ে তার প্রবেশ করিয়ে হুক লাগিয়ে দেন।

তিনি আরও বলেন, ফেরি উদ্ধারে জেনুইন এন্টারপ্রাইজের ছয়টি উদ্ধারকারী যান চট্টগ্রাম থেকে আসার কথা থাকলেও এখন পর্যন্ত ঘাটে পৌঁছেছে পাঁচটি। এগুলো দিয়েই উদ্ধার কাজা শুরু করা হয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর (বুধবার) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ঘাটে আমানত শাহ নামের রো রো ফেরিটি কাত হয়ে ডুবে যায়। এসময় যাত্রী ও যানবাহন চালকরা হুড়োহুড়ি করে নেমে আসেন। উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম, যানবাহন উদ্ধারে কাজ করছে।

বি.এম খোরশেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।