বিয়ে বাড়িতে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর
পটুয়াখালীর কলাপাড়ায় খালাতো বোনের বিয়েতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) উপজেলার কুয়াকাটা পৌরশহরের কম্পিউটার সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিথী আক্তার পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের (নবীনপুর) মৎস্যব্যবসায়ী বশির আহম্মেদের মেয়ে।
পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের চাচা মিজানুর রহমান বলেন, বিথী তার মায়ের সঙ্গে খালাতো বোনের বিয়েতে যায়। বিয়ের অনুষ্ঠান চলাকালে দুপুরের পর থেকে তাকে না পেয়ে খোঁজাখুজি ও মাইকিং করা হয়। বিকেল ৪টার বাড়ির পুকুরে জাল টেনে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে কুয়াকাটা ২০ শষ্যাবিশিষ্ট হাসপাতালে নিলে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আসাদুজ্জামান মিরাজ/ইউএইচ/এমএস