পশুর নদী থেকে এবার সাড়ে ২৭ লাখ টাকার এসএস পাইপ জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০৮ নভেম্বর ২০২১

বাগেরহাটের মোংলার কানাইনগর সংলগ্ন পশুর নদী থেকে এবার ২৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের চোরাই এসএস পাইপ জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (৮ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) কর্মকর্তা লে. কমান্ডার মো. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কানাইনগর সংলগ্ন পশুর নদীতে অভিযান চালান কোস্টগার্ডের সদস্যরা। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে ৪৮ পিস এসএস পাইপ জব্দ করেন। ৯টি ২০ ফুট ও ৩৯টি ১৮ ফুট লম্বা এ পাইপের মূল্য ২৭ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা। জব্দ মালামাল সোমবার বিকেলে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে রোববার একই এলাকা থেকে ৪০ লাখ ২৫ হাজার টাকা মূলের ২৩টি এসএস পাইপ জব্দ করে পুলিশে হস্তান্তর করে কোস্টগার্ড।

মো. এরশাদ হোসেন রনি/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।