মক্তব থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৯ নভেম্বর ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় ত্রিমুখী সংঘর্ষে রহমত উল্লাহ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে উপজেলার রজপাড়া ছয় লেনে এ দুর্ঘটনা ঘটে। রহমত উল্লাহ ওই এলাকার খালেক শরীফের ছেলে। সে রজপাড়া দ্বীন এলাহি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

acc1

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মক্তব থেকে পায়ে হেটে বাড়ির দিকে যাচ্ছিল রহমত উল্লাহ। এসময় ছয় লেন এলাকায় পৌঁছালে কুয়াকাটা থেকে আসা একটি মাইক্রোবাস, বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশা এবং ছয় লেনে থেকে বের হওয়া একটি মটোরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে রহমত উল্লাহ, মাইক্রোর যাত্রী সাকিব রেদোয়ান, অটোরিকশাচালক ইমরান মৃধা ও মোটরসাইকেলচালক মিরাজ মল্লিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত উল্লাকে বরিশাল মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রহমত উল্লার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।