বাংলাবাজার-শিমুলিয়া রুটে সীমিত সংখ্যক ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১০ নভেম্বর ২০২১

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এ রুটে সীমিত সংখ্যক ফেরি চললেও ঘাটে যানবাহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ।

বাংলাবাজার ঘাট ও স্থানীয় একাধিক সূত্র জানায়, এ রুটে বিকেল ৪টা পর্যন্ত ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। প্রতিদিন ভোর ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪-৫টি ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার করা হবে। রুট দিয়ে বাস, পণ্যবাহী ভারী কোনো ট্রাক পারাপার বন্ধ থাকছে।

jagonews24

সূত্র আরও জানায়, ট্রায়াল শেষে মঙ্গলবার ভোর থেকে ৪টি ফেরি যানবাহন পারাপার শুরু করেছে। দীর্ঘদিন ফেরি বন্ধ থাকার কারণে বাংলাবাজার-শিমুলিয়া রুটে চলাচলকারী ফেরির বেশির ভাগ অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, গত দুইদিন সকাল থেকে নৌরুটে ফেরি সুফিয়া কামাল, বেগম রোকেয়া, কুঞ্জলতা ও কদম চলাচল শুরু করেছে। স্রোত কমে রুট স্বাভাবিক থাকায় সোমবার পরীক্ষামূলক ট্রায়ালের পর থেকেই চালু হয় ফেরি চলাচল। প্রতিদিন ১০ ঘণ্টা মাঝারি মানের চারটি ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার করা হবে।

jagonews24

বরিশাল থেকে আসা মাইক্রোবাসচালক রফিক জানান, ঘাটে ফেরি চলাচল করলেও ফেরিগুলোকে ঘাটে এসে পরিবহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। ফেরি যে চালু করা হয়েছে সেটি বেশি প্রচারও করা হয় নাই।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন আহমেদ জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে ফেরি। প্রতিদিন ৪-৫টি ফেরি ছোট যানবাহন পারাপার করবে। ঘাটে ফেরি চলাচল করলেও ফেরিগুলোকে ঘাটে এসে পরিবহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

এ কে এম নাসিরুল হক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।