ভারত থেকে চোরাইপথে ফেরার সময় যুবক আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বিরামপুর (দিনাজপুর)
প্রকাশিত: ০৭:২১ পিএম, ১১ নভেম্বর ২০২১

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে ফেরার সময় জুয়েল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ধরন্দা ফকিরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

হিলি সিপি ক্যাম্পের নায়েব সুবেদার মনজুরুল ইসলাম বলেন, জুয়েল হোসেন ধরন্দা ফকির পাড়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল। এ সময় সীমান্তের শূন্যরেখার বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।