চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের ৫ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১১ নভেম্বর ২০২১
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক মামলায় মো. আসাদুল ওরফে বাবুল (৫০) নামের একজনকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মো. রবিউল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসাদুল শিবগঞ্জের চাঁনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আঞ্জুমান আরা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১১ সালের ২ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে র্যাবের অভিযানে নিজ বাড়িতে ৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক হন আসাদুল। ওই দিনই শিবগঞ্জ থানায় র্যাব-৫ রাজশাহীর উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন আসাদুলকে একমাত্র আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তাফা ২০১১ সালের ১৭ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য ও দীর্ঘ শুনানি শেষে পলাতক আসাদুলকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন আদালত।

সোহান মাহমুদ/ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।