ফেরিতে দুই বাসের চাপায় প্রাণ গেলো যাত্রীর
মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিতে দুই বাসের চাপায় পড়ে শাকিব ওরফে রিংকু (৩৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে পাটুরিয়া ৩ নম্বর ঘাটে ‘হাছনা হেনা’ ফেরিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিংকু ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কাঠলিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জানান, হাসনা হেনা ফেরিতে ওঠার সময় একটি ট্রাক (যশোর-ট-০২-০২৫২) পেছন থেকে সেবা গ্রীণ লাইন পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এরপর ওই বাসটি সামনে থাকা জে লাইন পরিবহনের আরেকটি বাসকে ধাক্কা দেয়। এসময় দুই বাসের চাপায় পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রিংকুর।
এই কর্মকর্তা আরও জানান, রিংকু জে লাইন পরিবহনের যাত্রী ছিলেন। পানি খাওয়ার জন্য বাস থেকে তিনি নামলে দুর্ঘটনার শিকার হন। এসময় বাসের সামনে দাঁড়িয়ে থাকা আরও দুই যাত্রী আহত হলে তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে মো. সালাম নামে এক যাত্রীকে উন্নত চিকিৎকার জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া করা হয়।
এ ঘটনায় পাটুরিয়া নৌ-ফাঁড়ি পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।
বি.এম খোরশেদ/মানিকগঞ্জ