নৌকার কর্মীর বাড়িতে আগুন, পুড়লো গবাদি পশু-মোটরসাইকেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:০৪ পিএম, ১২ নভেম্বর ২০২১

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় এক যুবলীগ নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ আগুনে একটি ঘরসহ দুটি গবাদি পশু ও মোটরসাইকেল পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) ভোররাতে জার্মিত্তা ইউনিয়ন যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক খোকন মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

তিনি ওই ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী ছিলেন। এই ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

খোকন মিয়ার অভিযোগ, বৃহস্পতিবার জার্মিত্তা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী রাজু মিয়া পরাজিত হন। তিনি রাজুর কর্মী ছিলেন। এই নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন আনারস প্রতীক নিয়ে বিজয়ী হন। এর পর থেকেই তার লোকজন খোকন মিয়াকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।

jagonews24

তিনি আরও অভিযোগ করেন, এই নির্বাচনের জের ধরে শুক্রবার ভোর রাত সাড়ে ৪টার দিকে খোকনের গোয়াল ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিষয়টি টের পাওয়ার পর প্রতিবেশীদের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন খোকন। ততক্ষণে ঘরে থাকা দুটি গরু পুড়ে মারা যায়। পুড়ে যায় একটি মোরসাইকেল ও ঘরের মালামাল।

এদিকে, বিষয়টি নিয়ে বক্তব্যের জন্য নৌকার বিদ্রোহী প্রার্থী আবুল হোসেনকে কয়েকবার ফোন করা হয়। সবশেষ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জানতে চাইলে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

বি এম খোরশেদ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।