চার খুন: মাগুরার আলোচিত সেই নজরুল ফেল করেছেন
মাগুরার আলোচিত চার খুন মামলার প্রধান আসামি ও সদর উপজেলার জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার (সদস্য) প্রার্থী নজরুল ইসলাম ফেল করেছেন। তবে তার প্রতিদ্বন্দ্বী সৈয়দ আলী হাসান পাস করেছে।
নজরুল ইসলাম ও সৈয়দ আলী হাসানের দ্বন্দ্বে গত ১৫ অক্টোবর জগদল ইউনিয়নে নির্বাচন পূর্ব সহিংসতায় চারজন নৃশংসভাবে খুন হন। নিহতদের মধ্যে একই পরিবারের তিন ভাই ছিলেন। তিন ভাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার প্রধান আসামি হচ্ছেন নজরুল ইসলাম। বর্তমানে তিনি কারাগারে আছেন।
গত ১৫ অক্টোবর হত্যাকাণ্ডের ঘটনার তিনদিন পর ১৮ অক্টোবর আনোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে তার তিন ভাই হত্যার দায়ে নজরুল ইসলামকে প্রধান আসামি করে ৬৮ জনের নামে মাগুরা সদর থানায় একটি মামলা করেন। অন্যদিকে ইমরান হোসেন হত্যার ঘটনায় তার মা ফরিদা বেগম ১৯ অক্টোবর ৫২ জনকে আসামি করে আরও একটি মামলা করেন। এসব মামলার মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসআর/এমএস