চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হলো বস্তাবন্দি যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১২ নভেম্বর ২০২১
ফাইল ছবি

দিনাজপুর পার্বতীপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) বস্তাবন্দি মরদেহ চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে পার্বতীপুরের মনমথপুর রেলস্টেশন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি দুপুর ১টার দিকে মনমথপুর রেলস্টেশন অতিক্রম করে। এসময় রেললাইনের পাশে থাকা কয়েকজন শিশু ট্রেন থেকে বস্তার মতো কিছু ফেলে দিতে দেখে। বিষয়টি জানাজানি হলে রেললাইনের ধারে বসবাসকারী স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের মাথায়, ঘাড়ে ও বাঁহাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিক সুরতহাল রিপোর্টে নিশ্চিত করেছে পুলিশ।

রেল পুলিশ ও স্থানীয়দের দাবি, পার্বতীপুরের মনমথপুর রেলওয়ে স্টেশনের কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় কোনো ট্রেনই এখানে থামে না। এ সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা ট্রেনেই ওই যুবককে মেরে বস্তাবন্দি করেই এখানে ফেলে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।