নৌকার দুর্গোয় স্বতন্ত্রের কাছে জামানত খোয়ালেন আ’লীগ প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১২ নভেম্বর ২০২১

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ভরাডুবি হয়েছে। শুধু তাই নয় এবারই প্রথমবারের মতো জামানত হারিয়েছেন নৌকার প্রার্থী মো. মজিবর রহমান মোল্লা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউপিতে এ ভরাডুবি হয়। নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মৌসুমী হক সুলতানা।

নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মৌসুমী হক সুলতানা পেয়েছেন ৫ হাজার ৪০২ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মজিবর রহমান মোল্লা পেয়েছেন মাত্র ৩২৫ ভোট। আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে বিজয়ী প্রার্থী পাঁচ হাজার ৭৭ ভোট বেশি পেয়েছেন। আর প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও পায়নি আওয়ামী প্রার্থী। এ কারণে তাকে জামানত হারাতে হয়েছে।

নাম না প্রকাশের শর্তে একাধিক নেতা বলেন, এবারের নির্বাচনে দলীয় প্রার্থী অনেকের পছন্দের ছিল না। সে কারণে স্থানীয় আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতা তার পক্ষে কাজ করেনি।

জানা গেছে, নৌকার প্রার্থী মো. মজিবর রহমান মোল্লাকে সাধারণ ভোটারদের অনেকেই চেনেন না। নৌকার মনোনয়ন বাগিয়ে নিলেও রাজনৈতিক কর্মসূচিতে তার দেখা মিলত না। তৃণমূল নেতাকর্মীরাও তাকে ভালোভাবে মেনে নেয়নি। স্থানীয়দের কাছে জনপ্রিয় না হওয়ায় তার পক্ষে জোরালো কোনো প্রচার-প্রচারণা হয়নি। যে কারণে আওয়ামী লীগের দুর্গোয় নৌকা প্রতীক নিয়েও জামানত হারিয়েছেন তিনি।

পরাজয়ের কারণ হিসেবে আওয়ামী লীগের প্রার্থী মো. মজিবর রহমান মোল্লাকে একাধিকবার ফোন ও ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।

তবে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকা বলেন, মাদারীপুরের জনপদ আওয়ামী লীগের ঘাটি। কিন্তু এক প্রভাবশালী নেতার অনৈতিক বাণিজ্যের কারণে নৌকার পরাজয় হয়েছে। এসব দেখে প্রধানমন্ত্রী হাইব্রিড নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বলে আমার বিশ্বাস।

এ কে এম নাসিরুল হক/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।