১২১ ভোট পেলো নৌকার প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১২ নভেম্বর ২০২১

মুন্সিগঞ্জের শ্রীনগরে আটপাড়ায় ইউপি নির্বাচনে মোট প্রাপ্ত ভোট ৯ হাজার ৯৫৪। এর মধ্যে নৌকার প্রার্থী মো. রকিবুল হাসান পেয়েছেন মাত্র ১২১ ভোট। জামানত রক্ষায় প্রয়োজন ছিলো মোট ভোটের ১২ শতাংশ অর্থাৎ একহাজার ১৯৪ ভোট।

একই ইউনিয়নে ১৬৫ ভোট পেয়ে হাতপাখা প্রতীকের প্রার্থী শফিকুল হোসেনেরও জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

নির্বাচনে আটপাড়ায় চার প্রার্থীর মধ্যে পাঁচ হাজার ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আইয়ুব খান (আনারস) পেয়েছে তিন হাজার ৯০৮ ভোট।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, নিয়ম অনুযায়ী মোট ভোটের ১২ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করার নিয়ম। কোনো প্রার্থী যদি ১২ শতাংশ ভোট না পায় তবে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দ্বিতীয় ধাপে শ্রীনগর উপজেলার মোট ১৪ ইউপির নির্বাচনে ৯টিতে স্বতন্ত্র ও পাঁচটিতে নৌকা জয় পেয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।