ফের পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৯:১২ পিএম, ১২ নভেম্বর ২০২১

পরিবহন ধর্মঘটের পর কয়েকদিন পর্যটক কম থাকলেও ফের সরগরম হয়ে উঠেছে পর্যটনকেন্দ্র কুয়াকাটা।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল থেকেই সৈকতের জিরো পয়েন্ট, সানসেট ব্লক, ঝাউবন, লেম্বুরবন পয়েন্টে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে।

jagonews24

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা নাগাদ সূর্যাস্ত উপভোগ করার জন্য পুরো সৈকত পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ছবি তোলা, ঘোড়ার পিঠে চড়া, গোসল করা, জেলেপল্লি পরিদর্শনে সময় পার করছেন পর্যটকরা।

সৈকতের ফটোগ্রাফার আ. রহিম জাগো নিউজকে জানান, গাড়ি বন্ধ থাকায় একসপ্তাহে দুএকজন পর্যটকের দেখা মিললেও আজ অনেক বেশি পর্যটক এসেছেন। আমরা অনেক ব্যস্ত সময় পার করছি, ভালো উপার্জনও করছি।

jagonews24

হোটেল রয়েল প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল ঘরামী জাগো নিউজকে জানান, আজ কুয়াকাটায় পর্যটক অনেক বেশি। আজ ও আগামীকালের জন্য সবগুলো রুম বুকিং হয়ে গেছে। এখন থেকে পর্যটক আরও বাড়বে।

jagonews24

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জাগো নিউজকে জানান, পর্যটকদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। পুরো সপ্তাহের তুলনায় আজ পর্যটক বেশি। তাই আমাদের বিভিন্ন টিম সৈকতে দায়িত্ব পালন করছে।

আসাদুজ্জামান মিরাজ/ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।