যারা ধর্মের নামে সংঘাত সৃষ্টি করে তারা জাতীয় শত্রু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১২ নভেম্বর ২০২১

যারা ধর্মের নামে সংঘাত সৃষ্টি করে তারা কোনো ধর্মের না, কোনো বর্ণের না। তারা জাতীয় শত্রু বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

শুক্রবার (১২ নভেম্বর) রাতে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। আমরা মুসলমান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। বঙ্গবন্ধু ১৯৭২ সালের সংবিধানে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ ঘোষণা করেছিলেন। মসজিদ-মাদরাসা উন্নয়নে আমরা সবসময়ই কাজ করে যাচ্ছি।

পাঠ্যবইতে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় রাখা আমাদেরসহ সবারই চিন্তাচেতনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তবে পাঠ্যবইতে কী রাখবে সেটা শিক্ষা মন্ত্রণালয় (ঠিক) করবে। তারপরও আমরা চিন্তা করছি ছোট বাচ্চাদের যাতে সঠিক শিক্ষা দেওয়া যায়। প্রতিটি ধর্মের ভিত্তিতে শিক্ষা কার্যক্রম চালু রাখা আছে এবং আগামীতেও এগুলো চালু থাকবে।

এসময় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের এমপি ড. আব্দুস সোবাহান মিয়া গোলাপ, মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।