নিখোঁজের ১৫ দিন পর খালে মিললো নারীর মরদেহ
ফাইল ছবি
পটুয়াখালীর বাউফলে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর ফেরদৌসী আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ নভেম্বর) সন্ধায় উপজেলার দাসপাড়া ইউনিয়নের ফয়জুল আলী মৃধা বাড়ির দক্ষিণ পাশের ভুরভুরিয়া খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, ভুরভুরিয়া খালে একটি মরদেহ ভাসতে দেখে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জাগো নিউজকে বলেন, মরদেহটি দাসপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা জাকির মৃধার স্ত্রী মোসাম্মদ ফেরদৌসী আক্তারের বলে শনাক্ত হয়েছে। তিনি গত ২৯ অক্টোবর ডাক্তারের কাছে যেতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি।
ওসি জানান, ওই নারী নিখোঁজ হওয়ার পর এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তর হয়েছে।
আব্দুস সালাম আরিফ/এমকেআর