টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও দুই কিশোরী কুয়াকাটায় উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৪ নভেম্বর ২০২১

বরিশালের উজিরপুর থেকে নিখোঁজ দুই কিশোরীকে চারদিন পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) রাত ১০টায় কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় কিশোরীদের সঙ্গে থাকা দুই যুবককে আটক করে পুলিশ।

পুলিশ ও কিশোরীদের পরিবার সূত্রে জানা যায়, ১০ নভেম্বর বাড়ি থেকে সপ্তম শ্রেণি পড়ুয়া ওই দুই ছাত্রী স্কুলে যাওয়ার জন্য বের হয়। পরে তারা আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে এক কিশোরীর বাবা উজিরপুর থানায় ওই দিনই একটি সাধারণ ডায়েরি করেন।

jagonews24

ওই দুই কিশোরী বাড়ি থেকে এক লাখ ২৫ হাজার টাকা, স্বর্ণের একটি আংটি, একটি চেইন ও একটি কানের রিং নিয়ে নিখোঁজ হয় বলে জানায় পুলিশ।

উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিএম আনিসুজ্জামান জাগো নিউজকে বলেন, ১০ নভেম্বর দুই কিশোরী নিখোঁজের একটি সাধারণ ডায়েরি হলে আমরা তাদের বিভিন্নভাবে খুঁজতে থাকি। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হতে পারি যে তারা কুয়াকাটা আছে। পরবর্তীতে মহিপুর থানার সহযোগিতায় কুয়াকাটা থেকে তাদের উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ‘হোটেল সোনার বাংলা’ থেকে ৬৮ হাজার টাকা, স্বর্ণের আংটি, চেইন ও রিং উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা প্রেমের কারণে পালিয়েছে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জাগো নিউজকে বলেন, আজ সারাদিন মহিপুর থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের সহায়তায় আমরা তাদের উদ্ধার করি। পরবর্তীতে উজিরপুর থানা থেকে আসা টিমের কাছে তাদের চারজনকেই হস্তান্তর করা হয়।

আসাদুজ্জামান মিরাজ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।