আদালত চত্বরে আসামিকে মারধর, আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৪ নভেম্বর ২০২১

পঞ্চগড়ের আদালতে হাজিরা দিতে এসে মারধরের শিকার হয়েছেন জামিনে থাকা এক আসামি। এ ঘটনায় বাদীপক্ষের চারজনকে আটক করছে পুলিশ।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দান দিঘী ইউনিয়নের ভীমপুকুর এলাকার সিরাজুল ইসলাম (৫৫), তার মেয়ে সাদিয়া আকতার (২৪), বড় ভাই মো. নৈমুদ্দিন (৬০) এবং শ্যালক নবিউল ইসলাম (৪০)।

পুলিশ ও আদালত সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে শোয়েব সিনাসহ সাত জনের নামে আদালতে একটি মামলা রয়েছে। পুলিশ তদন্তপূর্বক গত ৩০ আগস্ট আসামিদের অব্যাহতি প্রদানের জন্য আদালতে প্রতিবেদন দাখিল করে। তবে মামলার বাদী পুলিশের দেওয়া প্রতিবেদনের ওপর নারাজি দাখিল করলে আদালত শুধুমাত্র আনম শোয়েব সিনার বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। ১৪ অক্টোবর আদালত থেকে তিনি জামিন পান। রোববার ওই মামলায় আসামি শোয়েব সিনা আদালতে হাজিরা দিতে আসেন। কিন্তু আদালত থেকে বের হলে আটকরা তাকে মারধর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, আদালত চত্বরে মারামারির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সফিকুল আলম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।