ফরিদপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৪ নভেম্বর ২০২১

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) দিনগত রাতে উপজেলার হামিরদী ইউনিয়নের বড় মুসকুরনী গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

jagonews24

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাতে বড় মুসকুরনী গ্রামের ইউনুচ মাতুব্বর, রহমান মাতুব্বর ও বাকি মিয়ার বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম জানান, অভিযানে ২১টি ঢাল, ছয়টি টেঁটা, দুটি রামদা, ২৫টি বল্লমসহ বিপুল পরিমাণ লাঠি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

jagonews24

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিকাশ মণ্ডল জানান, আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

এন কে বি নয়ন/ইউএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।