নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শনে রাষ্ট্রপতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০:০১ পিএম, ১৪ নভেম্বর ২০২১

কিশোরগঞ্জের হাওরে নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে সেনানিবাস এলাকায় পৌঁছালে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদ।

এ সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির সচিব ও পদস্থ সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

২৭৫ একর জমির ওপর মিঠামইন সেনানিবাস নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে ভূমি সমতল ও উঁচুকরণের কাজ শেষ হয়েছে। তীররক্ষার কার্যক্রম শেষ হবে ২০২২ সালের এপ্রিলে।

সেনানিবাস পরিদর্শন শেষে বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বাবা হাজী মো. তায়েব উদ্দিনের মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে অংশ নেন।

সাত দিনের সরকারি সফরে রাষ্ট্রপতি বর্তমানে তার নিজের জেলা কিশোরগঞ্জে অবস্থান করছেন। সোমবার বিকেলে তিনি মিঠামইন থেকে ইটনা উপজেলায় যাবেন। সেখানে উন্নয়নকাজ পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর মিঠামইনের নিজের বাড়িতে রাতযাপন করবেন।

নূর মোহাম্মদ/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।