ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো অটোরিকশা, চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:১০ পিএম, ১৫ নভেম্বর ২০২১

ফরিদপুরের বোয়ালমারীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সোহেল খান (২৩) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বনমালীপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল খান গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার নড়াইল গ্রামের নাজির খানের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার আবু সাইদ, ভাসান মিয়া ও প্রসাদ কুমার মণ্ডল জাগো নিউজকে বলেন, রেলক্রসিংয়ের উভয় পাশে দোকান থাকায় এবং গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

তারা বলেন, সকাল সাড়ে ৮টার দিকে অটোরিকশা নিয়ে সোহেল অরক্ষিত ওই রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় গোপালগঞ্জের গোবড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সোহেল মারা যান।

মরদেহ বনমালিপুর রেলস্টেশনে দীর্ঘসময় পড়ে ছিল। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মামুন-অর-রশিদ বলেন, কাশিয়ানী থানা পুলিশের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন কে বি নয়ন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।