ওজনে এক কেজি কম না দিলে ‘পোষায় না’ বললেন ডিলার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৫ নভেম্বর ২০২১

ফরিদপুরের সালথায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ খবর পেয়ে চাল বিতরণ বন্ধ করে দিয়েছেন উপজেলা খাদ্য কর্মকর্তা।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর বাজারে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, রসুলপুর বাজারে রুমা বেগম নামে এক নারী ৫৫৪টি কার্ডের বিপরীতে ডিলার নিয়োগ পান। তিনি ওই বাজারে প্রতি মাসে এই কর্মসূচির চাল বিক্রি করেন।

নিয়ম অনুযায়ী সপ্তাহে রোববার-মঙ্গলবার ডিলার নিজ দোকানে চাল বিক্রি করবেন। এ সময় ওই ডিলারের সংশ্লিষ্ট মনিটরিং কর্মকর্তা উপস্থিত থাকবেন। প্রতি মাসে একবার করে চাল পাবেন কার্ডধারীরা।

চলতি (নভেম্বর) মাসের চাল আজ ৫৫৪টি কার্ডধারীর মাঝে বিতরণ করছিলেন রসুলপুর বাজারের ডিলার রুমা বেগম। এতে ৩০ কেজি চালের জায়গায় ২৯ কেজি চাল দেন। দু-একজনকে আরও কমও দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে।

চাল পাওয়ার পর ওই ডিলারের ২৬ নম্বর কার্ডধারী ক্রেতা শুকুর মাতব্বর একটি দোকানে গিয়ে ওজন করেন। এতে ২৯.২৪ কেজি চাল পাওয়া যায়।

তিনি বলেন, আমরা ৩০০ টাকা দিই, তাতে ওনারা আমাদের যা চাল দেন তাই নিয়ে যাই। বেশি কথা বললে যদি কার্ড বাতিল করে দেয়, সে ভয়ে আমরা কিছু বলি না। প্রতি মাসে ২৭ থেকে ২৮ কেজি চাল পাই। এবার আপনারা এসেছেন তাই হয়তো ২৯ কেজি পেয়েছি।

১৫৫নং কার্ডধারী ক্রেতা হাবিবুর রহমান ও ৫৪নং কার্ডধারী কামালও ২৯ কেজি চাল পেয়েছেন। শুধু তারা নন, এমন আরও অনেক কার্ডধারী চাল কম পেয়েছেন বলে অভিযোগ ওঠে।

rice1

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ডিলার রুমা বেগম বলেন, ‘আমরা বরাবরই ২৯ কেজি দিয়ে আসছি। কারণ লোড-আনলোডের সময় চাল ঝরে যায়। ৩০ কেজি দিতে গেলে আমাদের পোষায় না। তাই আমরা ২৯ কেজি এবং তারও বেশি দেই।’

এদিকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়া হচ্ছে এমন খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আক্তার জানতে পেরে তিনি তাৎক্ষণিক উপজেলা খাদ্য কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠান।

উপজেলা খাদ্য কর্মকর্তা ঈসমাইল হোসেন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে চাল দেওয়া বন্ধ রাখেন। সংশ্লিষ্ট ডিলারের মনিটরিং কর্মকর্তাকে (ট্যাগ অফিসার) ঘটনাস্থলে আসতে বলেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা ঈসমাইল হোসেন জাগো নিউজকে বলেন, চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। পরে ইউএনওর সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।