নিজের ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দিলেন আবু তাহের
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটও পাননি তাইন্দং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদ প্রার্থী মো. আবু তাহের। তার স্বজনরা তাকে ভোট দেননি। এমনকি নিজের ভোটটিও দেননি এ প্রার্থী।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত তাইন্দং ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আবু তাহের (মোরগ প্রতীক) ছাড়াও দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, মো. আনোয়ার হোসেন (তালা প্রতীক) ৪১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জুলহাস মিয়া (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩৩৭ ভোট।
জানতে চাইলে ক্ষোভ প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তাহের বলেন, ‘কিছু ব্যক্তি আমাকে নির্বাচন করার জন্য উদ্বুদ্ধ করলেও তারা আমার পক্ষে না থেকে প্রতিদ্বন্দ্বী মো. জুলহাস মিয়াকে সমর্থন করে নির্বাচন করেছেন। তাই আমি নির্বাচনী প্রচারণায় না গিয়ে জয়ী প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে কাজ করেছি। আমি নির্বাচনী পোস্টারও ছাপাইনি, ভোটের দিন কোনো এজেন্টও দেইনি। নিজের ভোটটি নিজেকে দিয়ে নষ্ট না করে আনোয়ার হোসেনকে দিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে বিজয়ী প্রার্থী মো. আনোয়ার হোসেন বলেন, ‘নির্বাচনে অংশ নিলেও নিজের জয়ের সম্ভাবনা না দেখে আবু তাহের আমাকে সমর্থন করে আমার পক্ষে কাজ করেন। তিনি ঘোষণাও দিয়েছিলেন তার নিজের ও পরিবারের সদস্যদের ভোটও আমাকে দেবেন। তিনি তার কথা রেখেছেন।’
মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারেন। আবু তাহের একজন বৈধ প্রার্থী ছিলেন। তিনি কেন কোনো ভোট পাননি, সেটা তিনিই ভালো বলতে পারবেন।
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এমএস