তিন ঘণ্টা ধরে পুড়লো দেড় হাজার মণ পাট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১৫ নভেম্বর ২০২১

ফরিদপুরের সদরপুরে অগ্নিকাণ্ডে দুটি পাটের গুদামসহ তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সোমবার (১৫ নভেম্বর) ভোরের দিকে উপজেলার সাড়ে সাতরশি বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীরা হচ্ছেন-কে এম সাত্তার ও ভোলানাথ সাহা। দুই ব্যবসায়ীর দাবি, তাদের প্রায় দেড় হাজার মণ পাট আগুনে পুড়ে গেছে।

সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুসল ছালাম খান বলেন, প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো জানা যায়ন। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

ব্যবসায়ী কে এম সাত্তারের এক হাজার ও ভোলানাথ সাহার ৫০০ মণ পাট আগুনে পুড়ে গেছে বলে তিনি জানান।

এন কে বি নয়ন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।