ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন বাবাও
টাঙ্গাইল সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাইজোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, ওই গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে মো. আইনউদ্দিন (৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেন (৩৩)। আইনউদ্দিন কৃষি কাজ করতেন ও আনোয়ার ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন।
ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ জাগো নিউজকে বলেন, আনোয়ার হোসেন সোমবার নতুন একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেন। রাতে তার বাড়িতেই চার্জ দিয়ে রাখেন। ভোর ৪টার দিকে ব্যাটারি থেকে চার্জার খুলতে গেলে আনোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় চিৎকারে বাবা আইনউদ্দিন গিয়ে তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাদ যোহর জানাজা শেষে তাদের দাফন করা হবে।
আরিফ উর রহমান টগর/এসজে/জেআইএম