এসএসসি পরীক্ষার্থী হত্যা মামলার দুই আসামির রিমান্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৬ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় আহমেদ তপু হত্যা মামলায় এমদাদুল হক আকাশ ও সুমন হোসেনকে তিনদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে দেড়টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস এ আদেশ দেন।

চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক কেএম জাহাঙ্গীর কবীর জানান, তপু হত্যা মামলায় গ্রেফতার আসামি এমদাদুল হক আকাশের ১০ দিন ও সুমন হোসেনের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড শুনানি শেষে তাদের প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ৭ নভেম্বর (রোববার) দুপুরে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে তন্ময় আহমেদ তপুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মাসুদুর রহমান বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই দিনই এমদাদুল হক আকাশকে গ্রেফতার করা হয় ও পরদিন সুমন হোসেন আদালতে আত্মসমর্পণ করেন।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।