মাগুরায় ভুয়া পরীক্ষার্থীর এক বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১৬ নভেম্বর ২০২১
ফাইল ছবি

মাগুরার শালিখায় আল আমিন (২২) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে আরও এক হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র এ আদেশ দেন।

আল আমিন নিজেকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে দাবি করে। সে শালিখার শ্রীহট্র গ্রামের আক্তার মোল্যার ছেলে।

সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, মঙ্গলবার শ্রীহট্র মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ছাত্র মোজাফ্ফর হোসেনের স্থলে আল আমিন ‘ফিড অ্যান্ড এগ্রো’ বিষয়ের পরীক্ষা দিচ্ছিল। কক্ষ পরিদর্শকের সন্দেহ হওয়ায় রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে আল আমিনের ছবির মিল না থাকা বিষয়টি আমাকে অবহিত করেন। পরে শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাকে এক বছরের কারাদণ্ডসহ এক হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র জানান, মোজাফ্ফরের স্থলে আল আমিন প্রক্সি পরীক্ষা দেওয়ায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।