ছাত্রাবাসের মেঝে দেবে ৮ ছাত্র আহত, তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:২৩ এএম, ১৭ নভেম্বর ২০২১

পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাসে বারান্দার মেঝে দেবে গিয়ে আট ছাত্র আহত হওয়ার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সচিব গাজী জাফর ইকবাল।

তিনি বলেনা, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আমিন তিন সদস্য বিশিষ্ট একটি গঠন করেছেন। এতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর মতিউর রহমানকে প্রধান করা হয়েছে। আগামী তিন কর্ম দিবসের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করবেন।

patua1

পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান খান বলেন, এরই মধ্যে আমি ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে মেঝেতে বালি ভরাটসহ অনা সংস্কার কাজের জন্য ঠিকাদার নিয়োগ দিয়েছি। মূলত কলেজ কর্তৃপক্ষ ড্রেজার দিয়ে মাঠে বালি ভরাট করার সময় পানি বের হওয়ার যে পাইপ দিয়েছিল, তা হোস্টেল ভবনের পাশে দেওয়ায় ভবনের গ্রেড ভিমের নিচ থেকে বালু ধুয়ে চলে যায়। এ কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

১৫ নভেম্বর দিনগত রাতে পটুয়াখালী সরকারি কলেজের তিনতলা বিশিষ্ট শেখ কামাল ছাত্রাবাসের বারান্দার মেঝে হঠাৎ দেবে যায়। এতে অন্তত আট ছাত্র আহত হন।

আব্দুস সালাম আরিফ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।