ফরিদপুরে ব্যাংক থেকে শিক্ষিকার ১০ লাখ টাকা চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৭ নভেম্বর ২০২১

ফরিদপুর শহরের সোনালী ব্যাংক থেকে নাজমা বেগম (৪৮) নামের এক স্কুলশিক্ষিকার ১০ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই নারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে শহরের ঝিলটুলীতে অবস্থিত সোনালী ব্যাংকের করপোরেট শাখায় এ ঘটনা ঘটে।

নাজমা বেগম ফরিদপুর সদরের গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুরের বেড়া গ্রামে।

ব্যাংক সূত্র জানায়, দুপুরে নাজমা বেগম সোনালী ব্যাংকের ওই শাখায় ১০ লাখ ৬০ হাজার টাকা তার হিসাবে জমা দিতে আসেন। তিনি ক্যাশ জমা স্লিপ লিখছিলেন। এসময় তার পাশ থেকে এক যুবক কৌশলে টাকার ব্যাগটি নিয়ে সটকে পড়েন।

শিক্ষিকা নাজমা বেগম বলেন, প্রথমে আমি জমা স্লিপ লিখলে সেখানে টাকার পরিমাণ লেখা ভুল হয়। পরে আবার নতুন করে স্লিপ লিখতে যাই। এসময় এক ব্যক্তি টাকার ব্যাগটি চুরি করে নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে ফরিদপুর সোনালী ব্যাংকের করপোরেট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দিয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।