একাব্বর হোসেনের দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চারবারের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) বাদ আসর পোস্টকামুরী গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এর আগে বাদ জোহর মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দ্বিতীয় ও বাদ আসর পোস্টকামুরী গ্রামে নিজ বাড়ির মসজিদ মাঠে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মানুষের ঢল নামে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একাব্বর হোসেন। বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় লাশবাহী ফ্রিজিং গাড়িতে মরদেহ মির্জাপুরে পৌঁছায়। এ সময় মরদেহ দেখতে জেলা ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে।

১৯৫৬ সালের ১২ জুলাই টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পোস্টকামুরী গ্রামে জন্মগ্রহণ করেন একাব্বর হোসেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। একাব্বর হোসেন এরশাদ সরকারের সময় ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
১৯৯০ সালে প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তিনি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একই দল থেকে ২০০৮ (নবম), ২০১৪ (দ্বাশম) ও ২০১৮ (একাদশ) সালে জাতীয় নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৪ সাল থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।
এস এম এরশাদ/এএইচ/জেআইএম