বাংলাদেশ-ভারতীয় সেনাবাহিনীর যৌথ সাইকেল র‌্যালি 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১৭ নভেম্বর ২০২১

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে যৌথ সাইকেল র‌্যালি করেছে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনী। সোমবার (১৫ নভেম্বর) থেকে এ র‌্যালি শুরু হয়েছে। শেষ হবে শুক্রবার (১৯ নভেম্বর)।

সোমবার ভারতীয় সেনাবাহিনীর একটি চৌকস দল সাইকেল র‌্যালি সহকারে যশোর সেনানিবাসে পৌঁছায়। সেখানে ফ্লাগ অব সিরিমনি শেষে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম র‌্যালিতে যোগ দেয়।

jagonews24

দুদেশের ৩৯ জন সেনাসদস্য যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় অবস্থান করেন। কুষ্টিয়া থেকে বুধবার সকাল ১০টায় মেহেরপুরের গাংনী জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কিছুক্ষণ অবস্থান নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হয়।

র‌্যালিটি মেহেরপুর হয়ে চুয়াডাঙ্গা ও মুজিবনগর পরিদর্শন শেষে মেহেরপুর সার্কিট হাউজ ও টিটিসিতে অবস্থান করবে। যৌথ র‌্যালিটি আগামী ১৯ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে। গেদে স্থলবন্দরে ভারতীয় সেনাবাহিনী র‌্যালিটি রিসিভ করবে।

jagonews24

র‌্যালিতে বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন মেজর মাহমুদ আফজাল এবং ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন কর্নেল মুহিত সিং। র‌্যালির নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছেন।

আসিফ ইকবাল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।